নৌকার চেয়ে ২ গুন বেশি ভোট পেল স্বতন্ত্র প্রার্থী ফাকু
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম শনিবার রাত ১০:৫৪, ১৬ জানুয়ারী, ২০২১
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে জয়লাভ করেছেন লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু। শনিবার (১৬ জানুয়ারি) রাতে পাওয়া ফলাফলের ভিত্তিতে জানা যায়, তিনি আওয়ামী লীগের নৌকার চেয়ে ২ গুন বেশি ভোট পেয়েছেন।
জানা যায়, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ হোসেন ফাকু (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১১ হাজার ৯৭৪ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্ধী জাতীয় পার্টি প্রার্থী মোঃ আব্দুর রহমান মিয়া লাঙ্গল প্রতীক ৯ হাজার ৩০৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোঃ রফিকুল ইসলাম হাত পাখা প্রতীক ৬ হাজার ৮৭১,আওয়ামী লীগের প্রার্থী ফরহাদ হোসেন ধলু নৌকা প্রতীক ৫ হাজার ৭২৬,বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি এন পি) প্রার্থী মোঃ শহীদুল ইসলাম ধানের শীষ প্রতীক ৮’শ০৯ ভোট পেয়েছেন।যার ফলে নৌকার চেয়ে ২ গুন বেশি ব্যবধানে জয়লাভ করেছে স্বতন্ত্র প্রার্থী ফাকু।
এই তথ্য নিশ্চিত করেছে জেলা নির্বাচন অফিসার ও নাগেশ্বরী পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর আলম রাকিব।