ঢাকা (রাত ২:৫৬) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

জমি দখলের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

জমি দখলের অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock সোমবার সকাল ১১:২৩, ৩ জুলাই, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিএনপি নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর সাইদুর রহমানের ভাই আব্দুল হান্নানের বিরুদ্ধে জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জমির মালিক ব্যবসায়ী তরিকুল ইসলাম ওরফে টি ইসলাম সৌদি আরবে পবিত্র হজ্বব্রত পালনে থাকার সুযোগে অবৈধভাবে জমি দখলের চেষ্টা করছেন আব্দুল হান্নান। এ বিষয়ে প্রতিকার চেয়ে জমির মালিক তরিকুল ইসলামের ছেলে আবু সালেহ মো. মাসুদ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, শঙ্করবাটি মৌজার আরএস ১০২ নং দাগে একটি দলিলে ০.১৩২০ ও অপর একটি দলিলে ০.৬২০ শতক জমির ক্রয় সূত্রে মালিক ব্যবসায়ী তরিকুল ইসলাম। বিগত ৮ বছর থেকে তিনি ওই জমি ভোগ দখল করে আসছেন। এর মধ্যে ০.১৩২০ জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছিল। তবে হজ্বের উদ্দেশ্যে সৌদি আরবে থাকার সুযোগ নিয়ে ব্যবসায়ী তরিকুলের ভোগদখলকৃত ওই জায়গাতে দোকানঘর নির্মাণ করে কৌশলে জমি দখল করার চেষ্টা করছেন প্রতিপক্ষ হান্নান।

এ বিষয়ে টি ইসলামের ছেলে মাসুদ বলেন, আদালতে চলমান মামলার কি রায় তারা পেয়েছেন তা আমরা অবগত নয়। তবে জোর করে আদালতে চলমান মামলার জায়গায় দোকানঘর নির্মানের জন্য থানায় অভিযোগ দিয়েছি। থানা থেকে পুলিশ এসে তাদের কাজ বন্ধ করে কাগজপত্র ও আইনজীবী নিয়ে থানায় আসতে বলেন। কিন্তু তারা থানায় না এসে পরের দিন থেকে আবার কাজ শুরু করেছেন। পরে পুলিশকে বিষয়টি জানানো হলে তারাও কোনো ব্যবস্থা নেইনি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল বলে এখনো কোন বিশৃংখলা করিনি।

তবে অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, উচ্চ আদালতের রায় আমার পক্ষে। আদালত থেকে জমি বুঝিয়ে দেয়া হয়েছে। তাই বালু ভরাট করে দোকানঘর নির্মাণ শুরু করেছি।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, হান্নানকে কাজ বন্ধ রেখে কাগজপত্র নিয়ে থানায় আসার নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু তিনি ওই নির্দেশ উপেক্ষা করে দোকানঘর নির্মাণ অব্যাহত রেখেছেন। তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি দেখার জন্য বলা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT