চিরনিদ্রায় শায়িত হলেন আওয়ামীলীগ নেতা আবু তাহের খায়রুল হক এটি
সাজাদুল ইসলাম,কুড়িগ্রাম রবিবার ১২:৪১, ২৯ মে, ২০২২
সাবেক ছাত্রলীগ নেতা, উলিপুর পৌর আওয়ামী লীগের অন্যতম সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের খায়রুল হক এটি’র দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) সকাল সাড়ে ১০টায় উলিপুর পৌর শহরের জোনাইডাঙ্গাস্থ মুন্সিপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয়।
এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেন তালুকদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, পৌর মেয়র মামুন সরকার মিঠু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্তরের মানুষ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ১০ টায় উলিপুর আলিয়া বহুমুখী আলিম মাদরাসা মাঠে তার জানাজা সম্পন্ন হয়।
আওয়ামী লীগ নেতা আবু তাহের খায়রুল হক এটি, গত ২০ মে সৌদি আরবে প্রবাসকালে ভোর সাড়ে ৩টায় মারা যান। তার বয়স হয়েছিল ৫২ বছর। বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে গত শুক্রবার বেলা ১১টার কিছু সময় পর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবু তাহের খায়রুল হক এটি’র লাশ এসে পৌঁছায়।
বিমানবন্দরে উপস্থিত থেকে আবু তাহের খায়রুল হক এটি’র মরদেহ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন, মরহুমের ভাই পৌর আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মমিনুল হক রতন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক আসাদুল হক ও জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুর রহমান সাজু তালুকদারসহ স্বজনেরা।
পরিছন্ন রাজনীতিবিদ আবু তাহের খায়রুল হক এটি দীর্ঘ ২০ বছরের বেশি সময় প্রবাসে ছিলেন। মৃত্যুকালে তার স্ত্রী, ২ পুত্র, ১ কন্যা ও পিতা-মাতাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।