ঢাকা (বিকাল ৩:৩১) শনিবার, ১৮ই মে, ২০২৪ ইং
শিরোনাম
Meghna News শিয়া (ইয়েমেন) ও সুন্নির (হামাস) মধ্যে কার্যকর ঐক্য মুসলিম ঐক্যের প্রতীক Meghna News প্রচণ্ড যুদ্ধ চলছে রাফাহসহ সমগ্র গাজায় Meghna News হোয়াটসঅ্যাপে ইন্টারনেট ছাড়াই পাঠানো যাবে ছবি-ভিডিও-ডকুমেন্ট Meghna News সুধা রানীর হাদিসের প্রভাষক পদে উত্তীর্ণ হওয়া নিয়ে তোলপাড়, দায় কার? Meghna News প্রধানমন্ত্রীর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে দাউদকান্দিতে আলোচনা সভা ও র‍্যালী Meghna News পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি : ডাকাত দলের সর্দার অস্ত্রসহ গ্রেপ্তার Meghna News সাঘাটায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা Meghna News ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল শ্রমিকের Meghna News চাঁপাইনবাবগঞ্জ : তিন লক্ষ টাকা ইজ্জতের মূল্যে প্রবাসীর মুক্তি Meghna News সোনামসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানী শুরু

চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজে পিঠা উৎসব অনুষ্ঠিত



চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব-২০২৪।

বুধবার (১৭ জানুয়ারী) দিন ব্যাপি এই পিঠা উৎসবের আয়োজন করে নবাবগঞ্জ সরকারী কলেজ। সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে ফিতা কেটে এর উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ। এ সময় তিনি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং আয়োজক ও উদ্দ্যোক্তাদের সাথে কুশল বিনিময় করেন। আর এসব পিঠার স্বাদ নিতে স্টলগুলোতে ছিলো দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।

সাংসদ বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠাগুলো উদ্দ্যোক্তাদের মাধ্যমে শিক্ষার্থীরা দেখতে পেয়েছে। এটা ভালো একটা উদ্দ্যোগ। এমন উদ্দ্যোগ প্রতিটি প্রতিষ্ঠানে নেয়া উচিত। আর ব্যাতিক্রমি এই আয়োজনের ব্যবস্থা করাই নবাবগঞ্জ সরকারি কলেজ কর্তৃপক্ষকে সাধুবাদ জানান তিনি।

 

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সৈয়দ মো. মোজাহারুল ইসলাম তরু বলেন, চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্য হচ্ছে নকশি কাঁথা। তবে ঐতিহ্যবাহি এই পিঠাগুলো গ্রাম বাংলার সামাজিক চিত্র তুলে ধরে যা এখন শহুরে পরিবেশেও বিরাজমান। আর তাই গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এসব ঐতিহ্যবাহী পিঠা পুলির সঙ্গে বর্তমান প্রজন্মকে পরিচয় করিয়ে দিতেই এই আয়োজন করা হয়েছে বলে জানান তিনি।

 

উল্লেখ্য, কলেজ প্রাঙ্গণে ৪০ টি স্টলে পাকন পিঠা, হৃদয়হরণ পিঠা, পাটিসপটা, মমপিঠা, তেল পিঠা, মাছপিঠা, দুদপিঠাসহ হরেক রকমের ও স্বাদের পিঠার পসরা সাজিয়ে বসেন কলেজের শিক্ষার্থীরা। এমন উৎসবের আয়োজনে উউচ্ছ্বাসিত শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা।

শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর




© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT