চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার সফলতার চিত্র
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার বিকেল ০৫:৪৪, ১ অক্টোবর, ২০২১
চাঁপাইনাবগঞ্জ সদর মডেল থানায় সফলতা অব্যাহত রয়েছে। সফলতার এই ধারাবাহিকতায় গত সেপ্টেম্বর-২০২১ মাসে ৫৫টি মামলায় মোট ১৬৬ জন আসামীকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশের সদস্যবৃন্দ। তার আগে আগস্ট-২০২১ মাসে ৪৮টি মামলায় মোট ১১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার বিষয়গুলো নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইসচার্জ (ওসি) মো. মোজাফফর হোসেন।
এ সকল বিষয়ে ওসি মোজাফফর হোসেন জানান, গত সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য আইনে মামলা ছিলো ২৭টি, অরাজনৈতিক খুনের মামলা ছিলো ৩টি, নারী নির্যাতনের মামলা ছিলো ৩টি, ধর্ষণের মামলা ছিলো ২টি, বিস্ফোরক আইনে মামলা ছিলো ২টি, চোরাচালানির মামলা ছিলো ১টি, নারী অপহরণের মামলা ছিলো ১টি, চুরির মামলা ছিলো ১টি, পাসপোর্টের মামলা ছিলো ১টি, বিশেষ ক্ষমতা আইনের মামলা ছিলো ১টি এবং অনান্য মামলা রুজু করা হয়েছে ১৩টি। আর এ সকল মোট ৫৫টি মামলায় ১৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
ওসি আরও জানান, ১১ ধরনের মামলায় সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদকদ্রব্য আইনে। গত সেপ্টেম্বর মাসে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে ২৭টি। আর গত আগস্ট মাসে একই আইনে ২৬ টি মামলা হয়েছিল। অর্থাৎ আগস্ট মাসের চেয়ে সেপ্টেম্বর মাসে একটি মামলা বেশি রুজু হয়েছে। এর মানে এই যে অপরাধ বৃদ্ধি পাচ্ছে। তবে অপরাধ প্রবণতা যাতে করে বৃদ্ধি না পায় তার জন্য জেলা শহরের বিভিন্ন এলাকাতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।
উল্লেখ্য, এর আগে গেলো আগস্ট মাসে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসন।