ঢাকা (রাত ১১:৫০) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার সন্ধ্যা ০৭:২৪, ২৩ ডিসেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য মো. হারুনুর রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।

বক্তারা বলেন, বর্তমানে সদর উপজেলায় পুলিশের সহযোগীতায় আইন শৃংখলা ভালো অবস্থানে আছে। তারপরও সদর উপজেলার আইন শৃংখলা বজায় রাখতে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়াও অপরাধ দমনে পুলিশের ভূমিকা আরো জোড়দার, মাদকদ্রব্যের অপ-ব্যবহার রোধ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং জঙ্গী ও সন্ত্রাসবাদ রোধে প্রচারনাসহ বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে বলে জানানো হয় আলোচনা সভায়।

এ সময় অন্যান্যের মধ্যে, সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আখতার, সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আমিরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূরুন নাহার রুমিনা, রানীহাটি ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মো. মহসিন আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিসদ চেয়ারম্যান মো. তরিকুল ইসলাম, ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আখতারুজ্জামান টিপু, চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহিদ রানা টিপু, শাহাজানপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আব্দুস সালাম, ঝিলিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আশরাফূল ইসলাম মতু, শাহনেয়ামতুল্লাহ কলেজের প্রভাষক মো. আব্দুর রাজ্জাক, নয়ানশুকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তারিক-ই-নুর জামাল, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহবুবুল আলম, নয়াগোলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসা. মোসতারি খাতুন, হড়মা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুল ইসলাম, ৫৩ বিজিবি প্রতিনিধি নায়েক সুবেদার মিনহাজ উদ্দীন, ব্যবসায়ী মোহম্মদ আলী, রানীহাটি ইউনিয়নের মহিলা সদস্য মোসা. ইয়াসমিন আক্তার উপস্থিত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT