চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ প্রবীণ হিতৈষী সংঘ ভবনের ছাদ ঢালায় উদ্বোধন ও জাতীয় শোক দিবস পালিত
সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ রবিবার দুপুর ০৩:৪৭, ১৬ আগস্ট, ২০২০
প্রবীণ হিতৈষী সংঘ শিবগঞ্জ উপজেলা শাখার নিজস্ব ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে।
শনিবার সকালে শিবগঞ্জ পৌর মার্কেটের তৃতীয় তলায় পৌরসভার বরাদ্দকৃত স্থানে নির্মিত ভবনটির ছাদ ঢালাই এর কাজ শুরু হয়। ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন সংস্থাটির সভাপতি আলহাজ্ব মো. আকবর হোসেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি মো. মজিবুর রহমান, সাধারন সম্পাদক অধ্যাপক আকবর আলী, কোষাধক্ষ্য ইকরামুদ্দৌলা, শিবগঞ্জ পৌর বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আসাদুজ্জামানসহ অন্যান্য সদস্যরা।
পরে শিবগঞ্জ শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সাংসদ ডা. সামিল উদ্দিন আহম্মেদ শিমুল।