ঢাকা (দুপুর ১২:১২) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ শংকরবাটি উচ্চ বিদ্যালয়ে মোখলেসুরের অনুদান প্রদাণ

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০৯:৫৩, ২৪ আগস্ট, ২০২০

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের তহবিলে অনুদান প্রদাণ করেছেন আসন্ন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আওয়ামীলীগের মেয়র পদপ্রার্থী ও গ্রামীণ ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান।

সোমবার সকালে জেলা শহরের মহানন্দা বাসস্ট্যান্ড মোড়ে অবস্থিত গ্রামীণ ট্রাভেলসের প্রধান কার্যালয়ে বিদ্যালয়টির সভাপতি ও প্রধান শিক্ষকের হাতে অনুদানের চেক তুলে দেন তিনি। এ সময় বিদ্যালয়ের তহবিলে ৫০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়।

চেক প্রদাণকালীন সময় অন্যান্যের মধ্যে শংকরবাটি উচ্চ বিদ্যালয়ের সভাপতি মো. আজিজুর রহমান, প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. শওকত আলম, গ্রামীণ ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মো. রাকিব উদ্দীন,
প্রশাসনিক কর্মকর্তা মো. আবদুল জালিল উপস্থিত ছিলেন।

আগামীতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান মোখলেসুর রহমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT