চাঁপাইনবাবগঞ্জ : র্যাব’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার
এস এম সাখাওয়াত জামিল দোলন শুক্রবার বিকেল ০৪:৫০, ১২ জানুয়ারী, ২০২৪
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অভিযান পরিচালনা করে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার (১১ জানুয়ারী) জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে
১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগজিন এবং ২১ রাউন্ড গুলি উদ্ধার করে র্যাব-৫।
গ্রেফতার হওয়া আসামী জেলার শিবগঞ্জ উপজেলার উপর চাকপাড়া এলাকার মৃত কয়েস উদ্দিনের ছেলে এনামুল হক (৫৬)।
এ বিষয়ে বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তীতে জানানো হয়, সীমান্তবর্তী এলাকা হতে অস্ত্র সংগ্রহ করে সরবরাহের জন্য নিজ বাড়ীতে সংরক্ষণের গোপন গোয়েন্দা সংবাদের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিসি-১
চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের চৌকষ আভিযানিক দল এবং র্যাবের সাদা পোশাকে গোয়েন্দা দল এনামুলের ওপর নজরদারী বৃদ্ধি করে এবং একই দিন রাতে সোয়া ১২টায় তার বাড়ি তল্লাশি করে বসত বাড়ীর ষ্টোর রুমের ভিতরে ধানের কুড়ার
ড্রামের ভিতর থেকে অস্ত্র ও গোলাবারুদগুলো উদ্ধার করে আসামী এনামুলকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে এনামুল জানায়, সীমান্তের অতি নিকটে তার বসতবাড়ী হওয়ার সুযোগ নিয়ে সে অবৈধ অস্ত্র চোরাচালান ও ব্যবসার সাথে সহজেই জড়িত হয় এবং পূর্বেও তার বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান কোম্পানী কমান্ডার।