ঢাকা (সকাল ৯:০৭) শনিবার, ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের বর্ণিল বিদায় সংবর্ধনা Meghna News স্বামীর মধুময় স্মৃতি রোমন্থনে দিন কাটছে স্ত্রী মারজিনার Meghna News চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান সানাউল্লাহ হলেন নির্বাচন কমিশনার Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাড়ে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার, আটক-১ Meghna News নাগরপুরে যদুনাথ স. প্রা. বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত Meghna News দ্রুত সুমনের মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবি জানাল পরিবার Meghna News সাপ্তাহিক বৈচিত্র্যময় সিলেটের সম্পাদক গরম পানিতে ঝলসে গুরুতর আহত Meghna News চাঁপাইনবাবগঞ্জে খাস জমি নিয়ে দ্বন্দ্ব, সংঘর্ষে নিহত একজন Meghna News চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর আদিবাসী শিশুর মরদেহ উদ্ধার Meghna News মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জ নয় দিনের ব্যবধানে করোনায় মৃত্যু ৪

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শুক্রবার সন্ধ্যা ০৬:৩১, ৩ সেপ্টেম্বর, ২০২১

একটানা নয় দিন পর চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রাণঘাতি করোনা ভাইরাসে ৪ ব্যক্তি মারা গেছেন। আর মৃত ব্যক্তিরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা বলে শুক্রবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

এ বিষয়ে সিভিল সার্জন জানান, গত ২৪ ঘণ্টায় জেলাতে জেন-এক্সপার্টে ৭ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১ জনের শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। একই সময়ে করোনায় মারা গেছেন ৪ জন। এরা সকলেই চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের বাসিন্দা। এদিনে করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি হয়েছেন ১ জন ও ছাড়া পেয়েছেন ৩ রোগী। এ সময়ে করোনা শনাক্তের হার ১৪ দশমিক ২৮ শতাংশ।

ডা. জাহিদ আরও  জানান, জেলায় এ পর্যন্ত ৩৬ হাজার ৪২৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ৫ হাজার ৭৪৩ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৫ হাজার ৪১৭ জন। বর্তমানে ১৭৪ জন করোনা চিকিৎসাধীন রয়েছেন। আর করোনা ডেডিকেটেড ইউনিটে মোট ভর্তি হয়েছেন ১ হাজার ৯৬ জন ও ছাড় পেয়েছেন ১ হাজার ৬২ জন।

তিনি আরও জানান, গত আগস্ট মাসে মোট ৫ হাজার ৭১০ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়। এতে করে মোট ৪০৬ জন করোনাতে আক্রান্ত হন। ওই মাসে করোনা শনাক্তের হার গড়ে ৮ দশমিক ৫ শতাংশ ছিলো। আর তাই জেলায় করোনার প্রভাব কিছুটা কমলেও সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের অনুরোধ জানানোর পাশাপাশি মাস্ক ব্যবহারে জোড় দেন তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT