ঢাকা (ভোর ৫:৩৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ ত্রিমোহনী সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:২৩, ৭ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় নির্মিত ত্রিমোহনী সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি। সোমবার সকালে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এই সেতুর উদ্বোধন করেন। দেশব্যাপী এক সাথে একশত সেতুর উদ্বোধনের অংশ হিসেবে ত্রিমোহনী সেতুর উদ্বোধন করা হয়।

 

এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সানজিদা আফরিন ঝিনুকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

 

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী দেশের ২৫টি জেলায়  বাংলাদেশ সরকারের অর্থায়নে নির্মিত মোট ৫৪৯৪ মিটার দৈর্ঘের ১০০টি সেতুর উদ্বোধন করেন। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।

 

উল্লেখ্য, শিবগঞ্জ উপজেলার কানসাট-গোমস্তাপুর সড়কের ত্রিমোহনী বাজারে নির্মিত ৪২ মিটার দৈর্ঘের ত্রিমোহনী সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৫ কোটি ৪৮ লক্ষ টাকা।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT