ঢাকা (ভোর ৫:৩২) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ ডেংগু প্রতিরোধে মশক নিধন ও পরিচ্ছন্নতা কর্মসূচী উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock সোমবার রাত ০৮:৪১, ৭ নভেম্বর, ২০২২

জেলাব্যাপী একযোগে ডেংগু রোগ প্রতিরোধে মশক নিধন ও বিশেষ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সোমবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্তরে কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।

 

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক আহমেদ মাহবুব-উল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক আনিছুর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার চিকিৎসক অলিউল ইসলাম, স্কাউটস, যুব রেডক্রিসেন্ট, পৌর পরিচ্ছন্নতা কর্মী, বিডি ক্লিনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, চাঁপাইনবাবগঞ্জে এখনো তেমন ডেংগু রোগের প্রকোপ দেখা যায়নি। তবে আগাম সতর্কতা হিসেবে এই কর্মসূচী হাতে নেয়া হয়েছে। এ ব্যাপারে সকল উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। আর তাই সবাইকে বাড়ির আশপাশ ফুলের টব পরিস্কার রাখতে আহŸান জানানো হয় উদ্বোধনী অনুষ্ঠানে। তবে রোগের বিস্তার ঘটলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT