ঢাকা (রাত ১:৪৭) শুক্রবার, ২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৯ জনের প্রার্থীতা প্রত্যাহার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ০১:২১, ২৬ সেপ্টেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন রবিবার; ৫টি সাধারণ ওয়ার্ড ও ১টি সংরক্ষিত ওয়ার্ড থেকে ৯ জন প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

তাদের মধ্যে সাধারণ ওয়ার্ড-১ থেকে সাবেক জেলা পরিষদ সদস্য ও সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহা. আবুল বাসার তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন।

অন্যদিকে ২ নং সাধারণ ওয়ার্ড থেকে প্রার্থীতা প্রত্যাহার করেছেন মো. আব্দুল হক ও জাহাঙ্গীর আলম, ৩ নং সাধারণ ওয়ার্ড থেকে মো. জান্নাতুল আলম, ৪ নং সাধারণ ওয়ার্ড থেকে মো. আরজেদ আলী এবং ৫ নং সাধারণ ওয়ার্ড থেকে মো. সারোয়ার-ই-আলম, মো. জিয়াউল হক ও মো. সিরাজউদ্দৌলা।

এদিকে ২টি সংরক্ষিত ওয়ার্ডের মধ্যে ১ নং ওয়ার্ড থেকে শুধুমাত্র সাবেক জেলা পরিষদ সদস্য (সংরক্ষিত) সান্তনা হক তার প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন।

চাঁপাইনবাবগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান এই সকল তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে প্রার্থীতা প্রত্যাহারের পর আবুল বাসার সাংবাদিকদের জানান, রফিকুল ইসলাম আমার ছোট ভাইয়ের মতো। সে সদর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি। আমরা বিগত সময়ে ৫টি বছর একসাথে সদস্য ছিলাম। আমি তার বড় ভাই হিসাবে তাকে সমর্থন দিয়ে; আমার প্রার্থীতা প্রত্যাহার করে নিলাম।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT