চাঁপাইনবাবগঞ্জ জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি শনিবার রাত ০৯:০১, ২২ অক্টোবর, ২০২২
“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” প্রতিপাদ্যে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২২ পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় দূর্ঘটনা হ্রাসকল্পে জনসচেতনতা বৃদ্ধিমূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেল। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্রনাথ ওঁরাও এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সড়ক ও জনপথ বিভাগ চাঁপাইনবাবগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোসা. রেজওয়ানা করিম এবং সিভিল সার্জন ডা. এস এম মাহমুদুর রশিদ। বক্তারা বলেন, সড়কে প্রতিনিয়ত যানবাহন দূর্ঘটনার শিকার হচ্ছে। প্রতিদিনই সড়কে বাড়ছে লাশের মিছিল। এর কারণই হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের অপব্যবহার, অদক্ষ চালক, অসতর্কতা ও অবহেলা। যদিও এক সময় বাংলাদেশে সড়কের অপ্রতুলতাকে দূর্ঘটনার কারণ হিসেবে দেখানো হতো, কিন্তু এখন বর্তমান জনবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিকতায় প্রশস্ত মহাসড়ক প্রস্তুত হয়েছে। আর শহর ও গ্রামাঞ্চলেও প্রস্তুত হচ্ছে পাকা সড়ক। কিন্তু এরপরও সড়কে দূর্ঘটনা রোধ করা যাচ্ছেনা। যদিও বিআরটিএ তাদের নিয়মিত রুটিং হিসেবে বিভিন্ন সময় চালকদের মাঝে সড়ক সচেতনতা লিফলেট বিতরণ অব্যাহত রেখেছেন। তারপরও সকলের সচেতনতা ও স্বদিচ্ছাই পারে সড়ক দূর্ঘটনা রোধ করতে। আর তাই সড়ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি, ট্রফিক আইন ও সাইন মানার প্রতি চালকদের আহŸান জানান বক্তারা। সভায় গোলাম ফারুক মিথুনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, জেলা সড়ক পরিবহন মালিক গ্রæপের সভাপতি মো.
আমিনুল ইসলাম সেন্টু, ট্রাফিক ইন্সপেক্টর মো. আনিসুজ্জামান, টেকনিক্যাল ট্রেনিং কলেজ-টিটিসি’র অধ্যক্ষ মো. মঈন উদ্দিন, সদর উপজেলা নির্বাহি অফিসার মো. রওশন আলী, নিরাপদ সড়ক চাই এর চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সভাপতি মো. শফিকুল আলম ভোতা, জেলা ট্রাক মালিক গ্রæপের সভাপতি মো. আব্দুস সামাদ বকুল, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আইউব আলী, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অর্থরিটি-বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের মোটরযান পরিদর্শক মো. সেলিম হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আবু হুজাইফা, অফিস সহকারী জহুরুল ইসলাম ও মামুনসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদাণ করেন, বিআরটিএ চাঁপাইনবাবগঞ্জ সার্কেলের সহকারি পরিচালক ইঞ্জিনিয়ার মো. শাহজামান হক। এর আগে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত¡রে মটর শ্রমিক ইউনিয়ন, পরিবহন মালিক গ্রæপসহ বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির শুভ সূচনা করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়।