ঢাকা (বিকাল ৩:৪৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জ গ্রাম পুলিশদের পোষাক ও সরঞ্জামাদি বিতরণ

মেঘনা নিউজ ডেস্ক মেঘনা নিউজ ডেস্ক Clock বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:১৯, ১৩ আগস্ট, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ সমূহে কর্মরত গ্রাম পুলিশদের
(দফাদার ও মহল্লাদার) মাঝে পোষাক ও সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ হলরুমে এক
আলোচনা সভার আয়োজন করে সদর উপজেলা প্রশাসন। এ সময় সহকারী কমিশনার মো.
আনিসুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য
রাখেন, জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত
থেকে বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের (অ.দা.) উপপরিচালক এ.কে.এম তাজকির
উজ জামান ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তসিকুল ইসলাম তসি।
অনুষ্ঠানে পল্লী উন্নয়ন অফিসার শামসুন নাহারের সঞ্চালনায় অন্যান্যের
মধ্যে বক্তব্য রাখেন, রানীহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মহসিন আলী,
নবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন
এবং সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাসরিন আক্তার।
এ সময় অনুভুতি ব্যক্ত করতে গিয়ে গ্রাম পুলিশ বাশির উদ্দিন প্রধানমন্ত্রী
শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বিগত ১০ বছর ধরে এই দায়িত্ব
পালন করলেও এই প্রথম পোষাক, জুতা, ছাতাসহ অন্যান্য সরঞ্জামাদি পেয়ে
অত্যন্ত আনন্দিত ও খুশি হয়েছি। আর এতে করে গ্রাম পুলিশরা আরো দক্ষতা ও
নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে পারবেন বলে তিনি আশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সদর উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মো. শহিদুল
ইসলাম, মহারাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. এজাবুল হক বুলি,
সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান, ইসলামপুর ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম টিপু, বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান মো. আবুল খায়ের, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসতারুল
হক মান্নু, আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেনসহ
অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।
এদিকে অনুষ্ঠান শুরুর আগে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে গ্রাম
পুলিশদের মহরা পরিদর্শণ করেন অতিথিবৃন্দ।

উল্লেখ্য, সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের মোট ১৪০ জন নারী পুরুষ গ্রাম
পুলিশের মাঝে সোল্ডার স্ট্র্যাপসহ ১টি ফুল শার্ট, ১টি হাফ শার্ট, ২টি ফুল
প্যান্ট, মহিলাদের জন্য ২টি শাড়ি, ২টি ফুল হাতা ব্লাউজ, ২টি ছায়া, মোজাসহ
১ জোড়া চামড়ার জুতা ও ১ জোড়া কাপড়ের জুতা, ১টি নাইলন বেল্ট, জোড়া
সোল্ডার ব্যাজ, ১টি টর্চ লাইট এবং ১টি ছাতা বিতরণ করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT