ঢাকা (রাত ২:১৪) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে চালককে হত্যা করে রিক্সাভ্যান ছিনতাই,গ্রেফতার ৩

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বুধবার বিকেল ০৪:৩৮, ২ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে শিহাব (১৫) নামে এক ভ্যান চালককে হত্যার পর রিক্সা ভ্যান ছিনতাই করে নিয়ে যাবার ২৪ ঘন্টার মধ্যে মরদেহ ও ভ্যান উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গেছে, ৩১ আগস্ট সোমবার রাত ১০ টার দিকে পূর্ব পরিচয়ের সূত্র ধরে গোমস্তাপুর উপজেলার পার্বত্তীপুর ইউনিয়নের দলখৈর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ভ্যান চালক শিহাবকে ডেকে পার্শ্ববর্তী আখ ক্ষেতে গলায় গেঞ্জি পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশ ফেলে ভ্যান নিয়ে পালিয়ে যায় হত্যাকারীরা।

এ ঘটনার পর শিহাবের পরিবার পহেলা সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গোমস্তাপুর থানায় নিখোঁজ বিষয়ে সাধারণ ডায়েরী করলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে অভিযান শুরু করেন। এরই এক পর্যায়ে রাতেই গোমস্তাপুর উপজেলার ছোট দাদপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে আব্দুল হাকিম ও একই উপজেলার কর্ণখালি গ্রামের আব্দুল সালেকের ছেলে সুজন আলীকে গ্রেফতার করা হয়।

পরে তাদেও দেয়া স্বীকারোক্তি অনুযায়ী ভ্যান চালক শিহাবের মরদেহ উদ্ধার করা হয় এবং একই উপজেলার কাশিয়াবাড়ী গ্রামের মৃত তফের আলীর ছেলে মোয়াজ্জেম হোসেনের বাড়ি থেকে ছিনতাইকৃত ভ্যানটি উদ্ধারসহ মোয়াজ্জেম হোসেনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ভ্যান চালক শিহাবের মরদেহ উদ্ধার করে আজ বুধবার ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে এবং এ ঘটনায় ৩ জনকে গ্রেফতার করে অধিকতর তদন্ত করা হচ্ছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT