ঢাকা (বিকাল ৩:৪৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জ আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বৃহস্পতিবার রাত ০৯:৪২, ১৩ অক্টোবর, ২০২২

“দূর্যোগের আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্যব্যবস্থা” প্রতিপাদ্যে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস-২০২২ পালন করা হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি, মহড়া ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

 

দিবসটি পালনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন।। পরে একটি র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

 

এ সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাকিউল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মৌদুদ আলম খাঁ, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো. আব্দুস সামাদ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. তোসিকুল আলম বাবুল প্রমুখ।

 

শেষে দূর্যোগ প্রশমন দিবসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের দক্ষ চৌকস দল জনসাধারনের সচেতনতা বৃদ্ধির লক্ষে অগ্নি নিরাপত্তা মহড়া প্রদর্শণ করেন।

 

এদিকে দিবসটি পালনে শিবগঞ্জ উপজেলা চত্বরে র‌্যালি, আলোচনা ও মহড়ার আয়োজন করে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর। দুপুরে এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল।

 

এ সময় উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াতের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

এছাড়াও জেলার গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট উপজেলাতেও দিবসটি পালনে নেয়া হয় নানা আয়োজন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT