ঢাকা (বিকাল ৪:২৪) শনিবার, ৪ঠা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩১৯টি বাসগৃহ পেলো অসহায় ও গৃহহীন পরিবার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার দুপুর ০২:৫২, ২৩ জানুয়ারী, ২০২১

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ৬৬ হাজার ১শত ৮৯টি অসহায় ও গৃহহীন পরিবারের নিকট নবনির্মিত বাসগৃহ হস্তান্তরের শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ৩শত ১৯টি অসহায়, গৃহহীন পরিবারের নিকট বাড়ির চাবি ও জমির দলিল বুঝিয়ে দেয়া হয়। সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের মানপুর-সল্লায় শনিবার সকাল সাড়ে ১০টায় ভিডিও কনফারেন্সে সরাসরি যুক্ত হয়ে এসব হস্তান্তরের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজের সভাপতিত্বে বাসগৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মঈনুদ্দিন মন্ডল, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. শামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক এমপি আব্দুল ওদুদ বিশ্বা , পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম তাজকির উজ-জামান, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ বিভিন্ন সরকারি দপ্তর প্রধান ও সুবিধাভোগীরা।

উল্লেখ্য, প্রত্যেকটি লাল-সবুজের স্বপ্নের নীড়ে রয়েছে ২টি ঘর, একটি রান্না ঘর, টয়লেটসহ পানি, বিদ্যুতের সকল সুবিধা। এরমধ্যে জেলার সদর উপজেলায় ১৩০, শিবগঞ্জে ৭৩৭, গোমস্তাপুরে ৯৫, নাচোলে ২০০ এবং ভোলাহাটে ১৭৫টি গৃহহীন ঠাঁই পেয়েছে মুজিব-বর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT