ঢাকা (সকাল ৮:৩৩) বুধবার, ২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন ও চোলাইমদসহ গ্রেফতার ২

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:০৩, ৬ মার্চ, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়াগোলা এলাকার উত্তর ভবানীপুর থেকে বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এক মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মহিলা চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ড আতাহার বুলনপুরের মিনতি চৌধুরী ও শালিক চৌধুরীর মেয়ে ডলি রানী (৩০)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর সহকারী পরিচালক শনিবার এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানিয়েছেন, জেলার সদর উপজেলার নয়াগোলা উত্তর ভবানীপুর এলাকায় রুমানা এন্টারপ্রাইজ দোকানের সামনের পাকা রাস্তায় বিপুল পরিমান দেশীয় তৈরি চোলাইমদসহ অবস্থানের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার দুপুর ১টায় অভিযান পরিচালনা করে। এ সময় ডলি রানীকে তার হেফাজতে রাখা ৩৮ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেফতার করা হয়।

এদিকে অপর এক অভিযানে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত গভীর রাত ১টায় একই দিন জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকার মো. ইয়াকুব আলীর বাড়ীর সামনে আব্বাস বাজার হতে বিশ্বনাথপুরগামী পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে ৬৬ লক্ষ টাকা মূল্যের ৬শত ৬০ গ্রাম হেরোইনসহ শাহবাজপুর ইউনিয়নের নতুন উনিশ বিঘি এলাকার মৃত চারু খাতুন ও মৃত সৈয়ব আলীর ছেলে মাদক ব্যবসায়ী মো. বজলুর রহমান (৫৫)কে হাতেনাতে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়েই দীর্ঘদিন ধরে দেশীয় তৈরি চোলাই মদ ও হেরোইনসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং তাদেরকে থানায় সোপর্দ করে এ বিষয়ে নবাবগঞ্জ সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT