ঢাকা (রাত ৪:২৬) রবিবার, ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock বুধবার সকাল ১১:৪০, ১৩ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে বিশেষ অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-৫।

চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী আটকআটককৃত মাদক ব্যবসায়ীরা হলো- জেলার শিবগঞ্জ উপজেলার বাজিতপুর পুরাতন গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে তোজাম্মেল হক (৩৭) এবং একই গ্রামের মৃত লায়েস উদ্দিনের ছেলে মাসুদ রানা (৪৫)।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে মঙ্গলবার রাতে র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার দিবাগত গভীর রাত সাড়ে ৩ টায় মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর পুরাতন গ্রামে ফাঁকা রাস্তায় অভিযান পরিচালনা করে।

এ সময় প্রথমে মাদক ব্যবসায়ী তোজাম্মেলকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে মাসুদ রানার বাড়িতে অভিযান চালিয়ে তার ঘর হতে ১ শত গ্রাম  নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার করে তোজাম্মেল ও মাসুদকে আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করে এবং তাদের শিবগঞ্জ থানায় মামলা দায়েরের মাধ্যমে সোপর্দ করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT