চাঁপাইনবাবগঞ্জে হিন্দু পল্লী ও মন্দিরে হামলার প্রতিবাদে গণঅনশন ও বিক্ষোভ
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ রবিবার রাত ০২:০৯, ২৪ অক্টোবর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু পল্লী ও মন্দিরে হামলা-ভাংচুরের প্রতিবাদে গণ অনশন,গণ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শনিবার শহরের পৌরসভা পার্কে এই কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। কর্মসূচি চলে ভোর ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত।
চাঁপাইবাবগঞ্জ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় সাম্প্রদায়িক কুচক্রী মহলের দ্বারা হত্যা, ধর্ষণ, প্রতিমা ও মন্দির ভংচুর, লুটপাটসহ অন্যান্য ধ্বংসাত্মক কর্মকান্ডের প্রতিবাদে এই কর্মসূচীর আয়োজন করা হয়।
এ সময় আয়োজিত প্রতিবাদ সমাবেশ কর্মসূচীতে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহবায়ক সাংবাদিক ডাবলু কুমার ঘোষ, পরিষদের সদস্য সচিব ধনঞ্জয় চ্যাটার্জি, হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায় প্রমুখ।
বক্তব্যে হিন্দু নেতারা বলেন, কোনো একটা পক্ষ হিন্দু-মুসলমানদের বিরোধ তৈরী করে ফায়দা লুটবার চেষ্টা করছে। এদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবস্থা করা জোড় দাবী জনান বক্তারা। পাশাপাশি দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সরকারের প্রতি প্রয়োজনীয় উদ্দ্যোগ নেয়ারও অনুরোধ জানান সমাবেশে আসা নেতাকর্মীরা।
শেষে পৌরসভা পার্ক থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে জেলা প্রশাসককে স্বারকলিপি প্রদাণ করেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ।
বিক্ষোভ সমাবেশে জেলার প্রতিটি উপজেলা থেকে আসা কয়েকশো সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ অংশগ্রহণ করেন।