ঢাকা (ভোর ৫:২৭) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সড়কে বাড়ছে ধান কাটা শ্রমিকের মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ০১:২৩, ২২ মে, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে বেড়েই চলেছে, সড়ক পথে বাড়ি ফেরা ধান কাটা শ্রমিকের মৃত্যুর সারি। সড়ক দূর্ঘটনায় নিহতের এ সারিতে শনিবার (২১ মে) যোগ হলো, আরো এক ধান কাটা শ্রমিক মো. শাহাজান আলী (৫০)। তিনি জেলার সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুর হাট এলাকার সাহেদের দফাদারের ছেলে।

বেলা সাড়ে ১১টায় সদর উপজেলার আতাহার এলাকার সেতু অটো রাইস মিলের সামনে ঘটিত দূর্ঘটনায় তিনি মারা যান। এ ঘটনায় আরও ১২ জন আহত হয়ে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। তারা সকলেই রামচন্দ্রপুর হাট এলাকার বাসিন্দা।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, রাজশাহীর তানোর থেকে ধান কেটে, ১৬ জন শ্রমিক মজুরি বাবদ নেয়া ধান নিয়ে ট্রাক্টরে চেপে বাড়ি ফিরছিলেন। এ সময় ফিরতি পথে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকায় পৌঁছলে, সেতু রাইস মিলের সামনে অতিরিক্ত বোঝায়ের কারণে ট্রাক্টরের স্যাপ ভেঙে যায়। ফলে ট্রাক্টরটি উল্টে ধান সহ শ্রমিকরা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় ওই ট্রাক্টরে থাকা ধান কাটা শ্রমিক শাহাজান আলী গুরতর আহত হয়।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে স্থানীয়দের সহযোগীতায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতলে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক শাহাজানকে মৃত ঘোষণা করেন। তবে আহতদের চিকিৎসা চলছে।

এদিকে দূর্ঘটনায় কবলিত ট্রাক্টরটি উল্টে গেলে রাস্তায় ধানের বস্তা পড়ে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এতে উভয়দিকে অনেক যানবাহন আটকা পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ সদস্যদের সহায়তায় ওই রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT