চাঁপাইনবাবগঞ্জে সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল
সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ রবিবার বিকেল ০৪:০১, ১৬ আগস্ট, ২০২০
স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ইসলামপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শান্তনা হক শান্তা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সচিব মো. জিয়াউর রহমান, কল্যান ও পূর্নবাসন সম্পাদক মো. আব্দুর রহিম, ক্রীড়া সচিব মো. পান্না, জেলা চেম্বারের পরিচালক ও অভিভাবক মো. শহিদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় বঙ্গবন্ধু, তার পরিবার, মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।