ঢাকা (রাত ১১:৫১) মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে সুইড প্রতিবন্ধী বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল

সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল, চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার বিকেল ০৪:০১, ১৬ আগস্ট, ২০২০

স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ-সুইড বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ে। শনিবার সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের ইসলামপুরে বিদ্যালয় ক্যাম্পাসে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা পরিষদ সদস্য, জেলা যুব মহিলালীগের সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি শান্তনা হক শান্তা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি অধ্যক্ষ আতিকুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন, বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সচিব মো. জিয়াউর রহমান, কল্যান ও পূর্নবাসন সম্পাদক মো. আব্দুর রহিম, ক্রীড়া সচিব মো. পান্না, জেলা চেম্বারের পরিচালক ও অভিভাবক মো. শহিদুল ইসলামসহ অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। আলোচনা সভায় বঙ্গবন্ধু, তার পরিবার, মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা স্মরণ করেন বক্তারা। শেষে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু পরিবারে নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT