ঢাকা (রাত ২:৫২) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock রবিবার সকাল ১১:৪৪, ৯ জুলাই, ২০২৩

সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। শনিবার (৮ জুলাই) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় জেলার আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সেবার মান বৃদ্ধি এবং পুলিশ ও সাংবাদিকদের সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে পদক্ষেপ গ্রহণের কথা জানান পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
পুলিশ সুপার বলেন, আমি এখানে নবাগত হলেও এ জেলায় আসার পূর্বে বেশ কিছু বিষয় পত্র পত্রিকায় পড়েছি। বিশেষ করে মাদক চোরাচালান ও সম্প্রতি সময়ে ঘটে যাওয়া কয়েকটি মাডার আলোচনায় এসেছে। আর কিশোর গ্যাং এর দৌরাত্ব এখানেও আছে অন্যান্য জেলার মতো। আমি এসব বিষয়ে সম্যক অবগত। আর এসব বিষয় নিরসনে জেলা পুলিশের সকল সদস্যকে অবগত করে আইন শৃংখলা পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে বলেছি যাতে জেলার মানুষ নিশ্চিন্তে ঘুমাতে পারে।
এ সময় মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ, অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সার্কেল) আতোয়ার রহমান, শামছুল আজম (গোমস্তাপুর সার্কেল) সহ জেলায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT