চাঁপাইনবাবগঞ্জে শুরু হয়েছে সপ্তাহকাল ব্যাপী বৃক্ষ মেলা
এস এম সাখাওয়াত জামিল দোলন বুধবার সকাল ১১:২৪, ২ আগস্ট, ২০২৩
“গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ্য প্রজন্মের দেশ গড়ি” শ্লোগানে সপ্তাহকাল ব্যাপী বৃক্ষমেলা শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এ উপলক্ষে মঙ্গলবার (১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্ত্বরে জেলা প্রশাসনের সহায়তায় মেলার আয়োজন করে বন বিভাগ চাঁপাইনবাবগঞ্জ। এ সময় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরনীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন ও জেলা পুলিশ সুপার মো. ছাইদুল হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, জেলা সহকারী বন সংরক্ষক মো. মেহেদীজ্জামান।
বক্তারা বলেন, প্রকৃতির দান গাছ একটি অমূল্য সম্পদ। এটাকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। কারণ গাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় কাজ করে। বিনা কারণে অনেকে গাছের মত অমূল্য সম্পদ কেটে নষ্ট করে দিচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃক্ষের প্রতি এতটাই নজর দিয়েছেন যে তিনি প্রতিটি বাড়িতে কমপক্ষে হলেও একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়েছেন। আর তাই গাছ না কেটে গাছের পরিচর্চা ও নানা জাতের গাছ লাগানোর আহ্বান জানানো হয় বৃক্ষ মেলার আলোচনা সভায়।
এর আগে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আব্দুল ওদুদ ফিতা কেটে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের চত্বরে আয়োজিত সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার শুভ উদ্বোধন করেন। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মঞ্চে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শণ করেন। এছাড়াও বৃক্ষ ও পরিবেশ নিয়ে কুইজ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে একটি করে গাছের চারা বিতরন করা হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আব্দুস সামাদ, সামাজিক বন বিভাগ রাজশাহীর বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিনসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, মেলায় ২৫ টি স্টলে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শণ করা হয়েছে।