ঢাকা (রাত ৩:১০) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের অভিযানে ১০ মাদকসেবী আটক

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ১০:৪৫, ২১ অক্টোবর, ২০২১

মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১০ মাদক সেবীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনে ব্যবহৃত কলকী, রাংপাতা ও গ্যাস লাইট জব্দ করা হয়।

আটককৃত আসামীরা হলো- চাঁপাইবাবগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড  আলীনগর রেলবাগান এলাকার আবান নেসা ও মৃত খোকন আলীর ছেলে মজি (৪০), হুজরাপুর ফায়ার সার্ভিস এলাকার মৃত বুলন খান ও মৃত হেতুফার ছেলে সালাহউদ্দিন মুকুল (৬০), ২ নং ওয়ার্ড হুজরাপুর এলাকার মৃত খায়রুন নেসা ও মৃত ফিরোজ হোসেনের ছেলে সেলিম (৫০), পাঠানপাড়া এলাকার মৃত মমতা বেগম ও মৃত আব্দুল করিম বিশুর ছেলে মুন্না (৩৫), ৬ নং ওয়ার্ড কাঠালপাড়া এলাকার সুফিয়া বেগম ও পুতুল খলিফার ছেলে সুুমন আলী (৩২), ৯ নং ওয়ার্ড মৌয়াদ্দানা এলাকার শিউলী আক্তার ও তাশেম আলীর ছেলে আশিক আলী (২০), ১৫ নং ওয়ার্ড বালুবাগান এলাকার হাজেরা খাতুন ও আব্দুস সবুরের ছেলে ইসমাইল হোসেন (২৫), বারোঘরিয়া ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড লক্ষীপুর এলাকার রাশেদা বেগম ও হাজী শাজাহান আলীর ছেলে দুরুল হুদা (৩৬), ঝিলিম ইউনিয়নের ২ নং ওয়ার্ড হরিরামপুর ঘুঘুডিমা এলাকার পিয়ারা বেগম ও মৃত সাইদুর রহমানের ছেলে মনসুর রহমান (২৮) এবং রাণীহাটি ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড বহরাম এলাকার মৃত রেশমা বেগম ও মৃত সমির উদ্দিনের ছেলে সহুবুল হক (৫৫)।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে র‌্যাব ক্যাম্প চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে দুপুর সাড়ে ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তীর মাধ্যমে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-১ চাঁপাইনববাগঞ্জ র‌্যাব-৫ সদর উপজেলার ১৩ নং ওয়ার্ডের রেহাইচর গ্রামে অবস্থিত ডা. আ.আ.ম মেসবাহুল হক বাচ্চু স্টেডিয়ামের ভেতরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় প্রবেশ দ্বারের পূর্বপাশে দর্শক গ্যালারির নিচে মাদক সেবনরত অবস্থায় ১০ মাদক সেবীকে মাদক সেবনের সরঞ্জামাদি সহ আটক করা হয়। পরে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান কালে চিকিৎসাপত্র অনুযায়ী তারা মাদকাসক্ত বলে চিহ্নিত হয়।

এদিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবীগণ বিভিন্ন এলাকা হতে এসে স্টেডিয়ামে একত্রিত হয়ে মাদক সেবন করেছে এবং নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় জনসাধারণের শান্তি বিনষ্ট ও জনবিরক্তিকর আচরণ করে অপরাধ করেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করেছে। এ ঘটনায় নবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT