ঢাকা (বিকাল ৩:৩৮) বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম
Meghna News গৌরীপুরে তিনটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ Meghna News চাঁপাইনবাবগঞ্জে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধনে কারামুক্তি ও চাকুরি প্রাপ্তির দাবী Meghna News গৌরীপুরে অগ্নিকান্ডে অবৈধ তেলের গোডাউনসহ বাসাবাড়ি-দোকানপাট ভস্মিভূত Meghna News চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে গৌরীপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ Meghna News আইনজীবী সাইফুলের জানাজায় মানুষের ঢল, যা বললেন আজহারী Meghna News ‘সাম্প্রদায়িক সহিংসতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে পার্শ্ববর্তী দেশ’ Meghna News ইসকন জ-ঙ্গিদের হাতে আইনজীবী সাইফুল খুন : সন্তানসম্ভবা স্ত্রীর চোখেমুখে ঘোর অমানিশা Meghna News জমাদিউস সানি মাসের গুরুত্ব ও ফজিলত! Meghna News ভারতের রপ্তানী বন্ধে চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে আলু পেঁয়াজের দাম Meghna News মুমিনের মূল্যবান সম্পদ হলো সুন্দর ব্যবহার

চাঁপাইনবাবগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটিকে অক্সিজেন সিলিন্ডার প্রদান

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার সন্ধ্যা ০৬:০১, ৮ আগস্ট, ২০২১

মরণব্যাধি ভাইরাস করোনায় আক্রান্ত রোগীদের সেবার লক্ষ্যে রেডক্রিসেন্ট সোসাইটি চাঁপাইনবাবগঞ্জ শাখাকে অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেছেন পৌর আওয়ামীলীগের সহসভাপতি ও গ্রামীন ট্রাভেলসের চেয়ারম্যান মো. মোখলেসুর রহমান। রবিবার দুপুরে শহরের বটতলাহাট এলাকায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে তিনি এই অক্সিজেন সিলিন্ডার প্রদাণ করেন। এ সময় তিনি জেলা রেডক্রিসেন্ট সোসাইটির কর্মকর্তাদের হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন।

সিলিন্ডার প্রদাণ অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগের সদস্য মোখলেসুর রহমান বলেন, বর্তমানে বিশ্ব এক ভয়াবহ সময় পার করছে। বাংলাদেশও এর বাইওে নয়। আর আমাদেও প্রাণের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তবর্তী হওয়ায় এই ভাইরাসের প্রভাব এখানে একটু বেশি। আর তাই জেলাবাসীকে সরকারী নির্দেশনা পালন পূর্বক স্বাস্থ্যবিধি যথাযথ পালনের অনুরোধ জানান তিনি। এছাড়াও যারা করোনা ভাইরাসে অধিক আক্রান্ত হবেন অথবা হয়েছেন তাদের অক্সিজেনের প্রয়োজন হলে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাথে যোগাযোগের অনুরোধ জানান তিনি। দেশ ও জাতীর স্বার্থে ভবিষ্যতেও এমন সহযোগীতা করার প্রতিশ্রুতি দেন তিনি।

অক্সিজেন সিলিন্ডিার প্রদাণ অনুষ্ঠানে অন্যান্যেও মধ্যে জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারন সম্পাদক আশিক আহম্মেদ ফারুক, রেডক্রিসেন্ট চাঁপাইনবাবগঞ্জ শাখার যুব প্রধান সুমাইয়া, জেলা আওয়ামীলীগের সদস্য মো.আবু সুফিয়ান, সদর উপজেলা আওয়ামীলীগের সহ প্রচার প্রকাশনা সম্পাদক মো.আব্দুল জলিল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদ মো. সাইফ জামান আনন্দ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. আব্দুল আওয়াল তুষার, পৌর ছাত্রলীগের সভাপতি মো. ফয়সাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগেও জেলা হাসপাতালসহ আরো কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থায় করোনা রোগীদের জন্য প্রয়োজনীয় অক্সিমিটার, অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, গ্ল্যাভস, হ্যান্ড স্যানিটাইজেশন, পিপিই ইত্যাদি সরঞ্জামাদি প্রদাণ করেন তিনি।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT