চাঁপাইনবাবগঞ্জে রাস্তার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত
সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার রাত ১০:১১, ১৩ আগস্ট, ২০২০
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বেলেপুকুর মহল্লায় অবস্থিত আনসার ক্যাম্পের
দক্ষিণ পাশ দিয়ে দীর্ঘদিন ধরে একটি পাকা রাস্তার জন্য দাবী জানিয়ে আসছে
এলাকাবাসী।
এ বিষয়ে বুধবার বিকালে স্বরুপনগর শহীদ মোহর আলি উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা
সভার আয়োজন করে এলাকাবাসী। আলোচনা সভায় আলহাজ্ব আব্দুস সাত্তারের
সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ সদস্য
আব্দুল হাকিম, জেলা ট্রাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি
মো. সাইদুর রহমান, পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রবিউল ইসলাম।
আলোচকরা জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার অন্তর্গত আনসার ক্যাম্প সংলগ্ন
স্বরুপ নগর এলাকায় দুইটি কলেজ, একটি হাইস্কুল এবং একটি প্রাইমারী স্কুল
আছে। যার সিংহভাগ ছাত্রছাত্রী বাস করে গনকা, শিয়ালা, বেলেপুকুর বাগান
পাড়া এলাকায়। আর তাদের প্রত্যেকের চলাচলের প্রধান রাস্তা হচ্ছে আনসার
ক্যাম্পের দক্ষিণ পাস দিয়ে।
এদিকে গুঞ্জণ শোনা যাচ্ছে যে সেই রাস্তাটি বন্ধ করে দেয়া হবে। কিন্তু রাস্তা বন্ধ হয়ে গেলে স্কুল কলেজের ছাত্র
ছাত্রীসহ স্থানীয় বসবাসকারী যারা বিভিন্ন অফিস আদালতে চাকুরি করেন তাদের
চলাচলে বিড়ম্বনা দেখা দেবে। আর তাই রাস্তার দাবীতে করা আলোচনাসভায় পৌর
মেয়রের কাছে রাস্তার দাবি জানানো হয়।
রাস্তা বাস্তবায়ন কমিটির সম্পাদক গোলাম সারোয়ার নান্টু ও স্কুল শিক্ষক
হাবিবুর রহমান পিন্টুর সঞ্চালনায় আলোচনা সভায় বেলেপুকুর, গনকা বাগান
পাড়া, স্বরুপ নগর, শাহীবাগ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।