ঢাকা (রাত ৮:০৫) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে রহনপুর রেলবন্দরের দাবীতে সংবাদকর্মীদের প্রতিকী অনশন পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার ১২:৩৩, ৩ এপ্রিল, ২০২২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট উপজেলার প্রাণকেন্দ্র রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার দাবিতে এক ঘন্টার প্রতিকী অনশন করেছে তিন উপজেলার সাংবাদিকগণ।

গতকাল শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রহনপুর রেলওয়ে স্টেশন প্লাটফর্ম এ প্রতিকী অনশন কর্মসূচি পালিত হয়।

এ সময় প্রতিকী অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করেন, উপজেলা প্রেসক্লাব গোমস্তাপুরের সভাপতি আতিকুল ইসলাম আজম, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ, রিপোটার্স ক্লাবের সভাপতি আবদুল্লাহ আল মামুন নাহিদ, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম দোয়েল, ভোলাহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি গোলাম কবির, সাধারণ সম্পাদক শাহ কবির, গোমস্তাপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি নূর মোহাম্মদ, সাধারণ সম্পাদক আবদুস সালাম তালুকদার, নাচোল প্রেসক্লাবের সভাপতি ওয়ালিউল হক ডলার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, নাচোল বরেন্দ্র প্রেসক্লাবের সভাপতি জোহরুল হক জহিরসহ তিন উপজেলার প্রায় ৪০ জন সাংবাদিক।

প্রতিকী অনশনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল, সদস্য সচিব ইয়াহিয়া খান রুবেল, যুগ্ন-আহবায়ক সেরাজুল ইসলাম, সদস্য পারভেজ শেখ, আজিজুর রহমান, তোহিদুজ্জামান বাবু।

পরে দুপুর ১২টায় অনশনকারীদের পানি ও জুস পান করিয়ে অনশন ভঙ্গ করান রহনপুর ইউসুফ আলী কলেজের সাবেক অধ্যক্ষ আজিজুর রহমান, সমাজ সেবক আব্দুল জব্বার, রহনপুর এবি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার বিশ্বাস, সহকারী শিক্ষক শরিফুল ইসলাম, আব্দুল মতিন ও হাবিবুর রহমান।

অনশনস্থল থেকে রহনপুরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিণত করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT