ঢাকা (রাত ৩:০২) বৃহস্পতিবার, ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদন্ড

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock বৃহস্পতিবার রাত ০৮:৪৭, ৩ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে দায়ের করা একটি মাদক মামলায় দুই জনের সশ্রম যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছেন জেলা ও দায়রা জর্জ আদালতের বিজ্ঞ বিচারক। সেই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জর্জ মো. রবিউল ইসলাম আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন- রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মাটিকাটা সাহারাগাছি গ্রামের মৃত আলতাব হোসেনের ছেলে মোসলেহুদ্দিন (৪৫) ও একই গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে আব্দুস সামাদ (৫৫)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) আঞ্জুমান আরা বেগম জানান, ২০১৬ সালের ৩ মার্চ জেলা পুলিশের গোয়েন্দা শাখার একটি দল সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আমনুরা টং পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২শত গ্রাম হেরোইনসহ আসামী মোসলেহুদ্দিন ও আব্দুস সামাদকে আটক করে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক ওসমান গণী একই বছরের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দাখিল করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT