ঢাকা (রাত ১:৪৪) বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে ভ্রাম্যমাণ দুধ, ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার দুপুর ০৩:০৬, ১২ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যাপী দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকাল ৯ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় জেলা প্রশাসক মন্জুরুল হাফিজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেবেন্দ্রনাথ ওরাঁও, জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মোস্থাফিজুর রহমান, জেলা পোল্ট্রি ফিড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান আলাল, সহ সম্পাদক এস এম কামাল হোসেন, সহ সভাপতি গোলাম আজমসহ জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসক জানান করোণা ভাইরাসের কারণে সরকার দেশব্যাপী যখন লকডাউন দিতে বাধ্য হচ্ছেন আর সাধারন মানুষ বাইরে বের হতে পারছেন না ঠিক সেই সময় সাধারণ মানুষের দোরগোড়ায় প্রাণিজ পুষ্টি পৌঁছে দেয়ার জন্য এই কার্যক্রমের উদ্বোধন করা হলো।

এদিকে জেলার ৫ টি উপজেলায় প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রাণী সম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পর সহযোগিতায় জেলা প্রাণী সম্পদ অধিদপ্তর একযোগে ১৪ টি অটোভ্যান ও মিনি ট্রাকের মাধ্যমে নায্য মুল্যে ডিম, দুধ ও মাংস বিক্রয় করবে যা রমজান মাস জুড়ে চলমান থাকবে বলে জানান জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ড. মোস্তাফিজুর রহমান।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT