চাঁপাইনবাবগঞ্জে ব্যাঙ্গ চিত্র তৈরী ও প্রদর্শণের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ শুক্রবার সন্ধ্যা ০৭:৪৫, ৩০ অক্টোবর, ২০২০
ফ্রান্স কর্তৃক রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মহানবী (সাঃ) এর ব্যঙ্গ চিত্র তৈরী করে প্রদর্শণের প্রতিবাদে মানববন্ধন এবং প্রতিবাদ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।
শুক্রবার জুম্মার নামাজের পর এই সকল কর্মসূচী পালন করেছে জমঈয়ত শুব্বানে আহলে হাদিস বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বর থেকে একটি বিশাল প্রতিবাদী র্যালি বের হবার কথা থাকলেও কোন এক অজ্ঞাত কারণে পৌর এলাকার টিকরামপুর কামাল মাদ্রাসার মোড় এলাকায় এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদী মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, জমঈয়ত শুব্বানে আহলে হাদীস বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহব্বায়ক মো. আকবর আলী, সদস্য সচিব আব্দুল মােেলক, বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস চাঁপাইনবাবগঞ্জ জেলা সভাপতি মো. আব্দুল খালেক রহমানী প্রমুখ।
এদিকে একই সময় পৌর এলাকার বিশ্বরোড মোড়ে তাওহীদি জনতার উদ্দ্যোগে আয়োজিত মানববন্ধনে জেসামিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মুফতি মো. আব্দুল ওহাবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুফতি মাওলানা মো. আলি আশরাফ, সরকার পাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. জাহিদুল ইসলাম, জেলা পরিষদ সদস্য আব্দুল হাকিম, বারোঘোরিয়া মিফতাহুল উলুম মাদরাসা প্রধান শিক্ষক মাওলানা মো. ইসাহাক আলী, গণকা বাগানপাড়া জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. আব্দুল বারিসহ বিভিন্ন মাদরাসার শিক্ষকবৃন্দ।
এ সময় বক্তারা মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) কে কটাক্ষ করে ব্যাঙ্গ চিত্র প্রদর্শণ করার প্রতিবাদ জানিয়ে বলেন, ইহুদী রাষ্ট্র ফ্রান্স মুসলিমদের ধর্মানুর্ভতিতে জোড় আঘাত করেছে। তারা মুসলিমদের প্রাণ প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর ব্যাঙ্গ চিত্র প্রদর্শণ করে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে। আর তাই ফ্রান্সের তৈরী বিভিন্ন কোম্পানীর ঔষধ, কলম, মবিল, পারফিউম, কসমেটিক্স, ঘড়ি, জুয়েলারী, জুতা, সিমেন্ট ও খাদ্য দ্রব্যসহ বিভিন্ন পণ্য পরিহারের জন্য জোড় দাবী জানানো হয় মানববন্ধন থেকে।
এছাড়াও একই বিষয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জেলার হরিপুর, গোবরাতলা, শিবগঞ্জ উপজেলার ১৩নং ঘোড়াপাখিয়া গোলাপের হাট, সোনামসজিদ, শাহবাজপুর, আদিনা কলেজ, সাহাাড়া, রসুলপুর, নাচোল উপজেলার নাচোল বাজার, নেজামপুর, সর্জন, গোমস্তাপুর উপজেলার রহনপুর, পারবত্তীপুর, বাঘাঈড়, ভোলাহাট উপজেলার কলেজ মোড়, দলদলি ও ময়ামারিতে।