ঢাকা (রাত ২:১০) সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে বীরাঙ্গনা মালেকার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock শনিবার রাত ১১:৫১, ২ সেপ্টেম্বর, ২০২৩

বীরাঙ্গনা মালেকা। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের টোকনা গ্রামের বাসিন্দা। হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার রাত ১০ টায় পৃথিবীর মায়া ত্যাগ করে পাড়ি জমিয়েছেন পরপারে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর।

 

শনিবার সকাল ১১টায় খড়িয়াল গোরস্থান প্রাঙ্গণে সেই বীরশ্রেষ্ঠর জানাযার নামাজ অনুষ্ঠিত হয় রাষ্ট্রীয় মর্যাদায়। শেষে তার মরদেহ খড়িয়াল গোরস্থানে দাফন করা হয়।

 

এ সময় জানাযায় অংশ নেন, চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহাম্মদ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার সভাপতি মাহবুবুর রহমান মিজানসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধা এবং মুসল্লিগন।

 

মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShasTech-IT