ঢাকা (বিকাল ৫:৫৬) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে বই দেখে লেখায় পরীক্ষার্থী বহিষ্কার, শিক্ষককে অব্যাহতি

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock শুক্রবার সকাল ১০:৩৫, ১ সেপ্টেম্বর, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় এইচএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকল করার দায়ে কারিগরি শিক্ষা বোর্ডের ৪৩ জন ছাত্র-ছাত্রীকে বহিষ্কার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা-ইউএনও। সেই সাথে কেন্দ্রের ১০ জন শিক্ষককে অব্যাহতি দেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল করার দায়ে তাদের বহিষ্কার করা হয়। সেই সাথে কেন্দ্রের ৫টি রুমের দায়িত্বে থাকা ১০ জন শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা -ইউএনও আবুল হায়াত বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি কারিগরি শিক্ষা বোর্ড (ভোকেশনাল) এইচএসসি পরীক্ষায় শিবগঞ্জ মডেল হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে নকল চলছে। এ সময় গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা বই খুলে দেখে খাতায় লিখছে। এছাড়াও মোবাইল ফোন দেখেও নকল করছিল তারা। এরই প্রেক্ষিতে ৪৩ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আর ১০ জন শিক্ষককে দায়িত্বে অবহেলার কারণে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

 

আর পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পরীক্ষা কেন্দ্রের আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT