ঢাকা (রাত ৯:৫৪) সোমবার, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শিরোনাম

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে পৌর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

সাখাওয়াত জামিল দোলন,চাপাইনবাবগঞ্জ সাখাওয়াত জামিল দোলন,চাপাইনবাবগঞ্জ Clock শনিবার বিকেল ০৪:৪৩, ১২ সেপ্টেম্বর, ২০২০

বাংলাদেশের অন্যতম বৃহত্তর রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামীলীগের অঙ্গ সংগঠন পৌর আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে।

এ উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় পৌর এলাকার নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. মঈন উদ্দিন মন্ডল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ সদর আসনের সাবেক সাংসদ আব্দুল ওদুদ বিশ্বাস।

পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মো. মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বর্ধিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামীলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. রুহুল আমিন, পৌর আওয়ামীলীগের সদস্য ডা. গোলাম রাব্বানী, জেলা মহিলা যুবলীগের সভাপতি ইয়াসমিন সুলতানা রুমা, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সাবেক সম্পাদক আবু সুফিয়ান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহনেওয়াজ অপু, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কমিশনার শহিদ হোসেন রানা, ১৫ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মো. শওকত, আওয়ামীলীগ নেতা আজমল হক রিমন, সদর উপজেলা যুবলীগের সিনয়র সহ সভাপতি শাহনেওয়াজ দুলালসহ পৌর আওয়ামী লীগের কার্য্য নির্বাহী কমিটির সদস্য এবং বিভিন্ন ওর্য়াডের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় পৌর ওর্য়াড কমিটিগুলোকে গতিশীল করার জন্য দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন অতিথিবৃন্দ।

এর আগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে ও পৌর আওয়ামী লীগের মৃত নেতা কর্মীদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন ও মোনাজাত করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT