ঢাকা (সন্ধ্যা ৭:৩৮) রবিবার, ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে পাউবো’র কর্মকর্তার ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৩৯, ২১ মার্চ, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড-পাউবো’র রাজস্ব কর্মকর্তা সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত দুই ঠিকাদারকে দ্রুত আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইইডিবি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সারওয়ার জাহান সুজন, আইইডিবি’র জেলা সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক সত্যজিৎ রায়, মেহেদি খান, খোরশেদ আলম প্রমুখ।

বক্তারা পানি উন্নয়ন বোর্ডের রাজস্ব কর্মকর্তা সোহেল রানার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্ত দুই ঠিকাদার আকবর খান সোহেল ও মোহাম্মদ রুনুকে দ্রুত আইনের আওতায় আনা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলেও ঘোষণা দেয়া হয় মানববন্ধন থেকে।

পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদা্ন করেন নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৪ মার্চ বিকালে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) রাজস্ব কর্মকর্তা সোহেল রানাকে ঠিকাদার আকবর খান সোহেল ও মেসার্স আসির আহমেদ এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ রুনু আটকে রেখে ব্যাপক মারধর করে ।

এ ঘটনায় পরের দিন দুই ঠিকাদারকে আসামি করে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT