চাঁপাইনবাবগঞ্জে নেসকোর সাথে নাগরিক সমাজের মতবিনিময়
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ মঙ্গলবার রাত ০১:২৮, ৩১ আগস্ট, ২০২১
সারা দেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও সরকার ঘোষিত স্মার্ট প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন বিষয়ে জেলা নাগরিক কমিটি ও নেসকো কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষ্যে গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় শহরের নবাবগঞ্জ ক্লাব (টাউন ক্লাব) মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় নেসকো স্মার্ট প্রি-পেমেন্ট মিটারের রাজশাহী ও রংপুর বিভাগের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী, নেসকো নির্বাহী প্রকৌশলী-১ মো. আলিউল আজিম ও নির্বাহী প্রকৌশলী-২ মো. সেলিম রেজাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অপর পক্ষে নাগরিক কমিটির পক্ষে আলোচনায় অংশ নেন, জেলা নাগরিক কমিটির আহবায়ক সৈয়দ হোসেন আহমেদ বাদশা, সদস্য সচিব মো. মনিরুজ্জামান, উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. শামসুল হক, আইনজীবী মো. সাইদুল ইসলাম ও মো.আবু হাসিব, জাসদ নেতা আব্দুল হামিদ রুনু, আবু হেনা বাবলু, পাঠানপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মারুফুল হক এবং ব্যবসায়ী নেতা শওকত আলী।
এ সময় মতবিনিময়কালে উপস্থিত নাগরিক কমিটি ও নেসকোর কর্মকর্তারা স্মার্ট প্রি-পেমেন্ট মিটার স্থাপন, গ্রাহকসেবা, বিদ্যুৎ সেবা সার্বিক সমস্যা ও করণীয় সম্পর্কে আলোচনা করে বলেন, প্রত্যেক নাগরিককে মিটারের সার্বিক বিষয়ে অবহিত করার পরই প্রি-পেমেন্ট মিটার প্রতিস্থাপন করা হবে। তবে কারও প্রতি জোরপূর্বক বা চাপ প্রয়োগ করে মিটার প্রতিস্থাপন করবেন না বলে প্রতিশ্রুতি দেন নেসকো কর্মকর্তারা।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা আব্দুস সালাম খান, কেন্দ্রীয় যুবজোট নেতা তরিকুল ইসলাম, যুবলীগ নেতা লেনিন প্রামানিক, জাসদ সমর্থিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক আব্দুল মজিদ, বিভিন্ন পেশাজীবি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলায় প্রি-পেমেন্ট মিটার বসানোর বিপক্ষে মত দিয়ে মানববন্ধন কর্মসূচী পালন করে জেলাবাসী। পরে জেলা প্রশাসক বরারবর স্মারকলিপিও প্রদান করে জেলা নাগরিক কমিটি।এরই প্রেক্ষিতে জেলা নাগরিক কমিটির সাথে এক মতবিনিময় সভায় বসে নেসকো কর্তৃপক্ষ।