ঢাকা (রাত ৩:১৯) বুধবার, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের একদিন পর গৃহবধুর লাশ উদ্ধার

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock রবিবার রাত ১১:০১, ১ আগস্ট, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় নিখোঁজের একদিন পর এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে শিবগঞ্জ থানা পুলিশ। রবিবার সকালে উপজেলার কানসাট পুকুরিয়া গ্রামের একটি পুকুরে ভাসমান অবস্থায় থাকা মরদেহটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ কর্তৃক উদ্ধারকৃত লাশটি পুকুরিয়া গ্রামের পেট্রোল পাম্প এলাকার মহবুল হকের ছেলে আতাউর রহমানের স্ত্রী জুলেখা বেগমের।

এ বিষয়ে স্থানীয়দের বরাত দিয়ে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল ৩১ জুলাই শনিবার সকাল থেকে জুলেখা বেগমকে খুঁজে পাওয়া যাচ্ছিলোনা। এ মর্মে নিখোঁজ হবার পর বিষয়টি জানতে পেরে জুলেখার বাবা কানসাট বালুচর গ্রামের কুড়ান আলী বাদী হয়ে মেয়ের স্বামী আতাউর রহমান ও তার পরিবারকে দায়ী করে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজির এক পর্যায়ে ১লা আগস্ট রবিবার সকালে জুলেখার মরদেহটি তার স্বামীর বাড়ির পাশের একটি পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পায় এলাকাবাসী।

পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে শিবগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে জানা যাবে বলেও জানান ওসি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT