চাঁপাইনবাবগঞ্জে দুই ছাত্রের মৃত্যুতে সহপাঠীদের রাস্তা অবরোধ, তীব্র যানজট
এস এম শাখাওয়াত জামিল দোলন বৃহস্পতিবার রাত ১০:০২, ১৮ ফেব্রুয়ারী, ২০২১
চাঁপাইনবাবগঞ্জে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত দুই শিক্ষার্থী মিনারুল ও মোস্তাফিজুরের সহপাঠীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে।বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে ঘন্টাব্যাপী চলা অবরোধে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
কলেজ সংলগ্ন বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর বারোঘরিয়া প্রান্তে স্পীড ব্রেকার নির্মাণ এবং ট্রাক চালকের গ্রেফতার করে ফাঁসির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীর সহপাঠীরা এই অবরোধ করে। অবরোধ শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে অবস্থান নেন।
পরে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষকবৃন্দ এবং পুলিশ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের দাবি পুরণের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন। অবরোধের কারণে দুই দিকে আটকা পড়ে বহু যানবাহন।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক কবির হোসেন জানান, শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়ার পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর আগে বেলা সোয়া ১১ টার দিকে শহরের রেহাইচর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী মিনারুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান। পলিটেকনিক ইন্সটিটিউট থেকে পরীক্ষা দিয়ে বাইসাইকেলে যোগে বাসায় যাবার পথে একই দিকে থেকে আসা ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন দুই শিক্ষার্থী।