ঢাকা (রাত ১২:৪৯) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে দুইটি ব্যাটলিয়নে পৃথকভাবে বিজিবি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে দুইটি ব্যাটলিয়নে পৃথকভাবে বিজিবি দিবস পালিত

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৯:০০, ২০ ডিসেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জ জেলায় দায়িত্বরত ৫৩ (চাঁপাইনবাবগঞ্জ) বিজিবি ও ৫৯ (রহনপুর) বিজিবি ব্যাটলিয়নে পৃথকভাবে দিবসটি পালিত হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল থেকে বিভিন্ন আয়োজনের পর দুপুরে দুইটি ব্যাটলিয়নের ক্যাম্পে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলার গোবরাতলায় ৫৯ বিজিবি ও কল্যাণপুরে ৫৩ বিজিবি ব্যাটলিয়ন ক্যাম্পে এই প্রীতিভোজের আয়োজন করা হয়। প্রীতিভোজে জেলা প্রশাসক একেএম গালিভ খাঁন, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব, ৫৩ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল নাহিদ হোসেন, ৫৯ বিজিবি ব্যাটলিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শাহরিয়ারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।

এ সময় বিজিবি কর্মকর্তারা জানান, ব্রিটিশ শাসনামলে রামগড় ব্যাটলিয়ন নামে প্রতিষ্ঠা হয় বর্তমান বিজিবি। বর্তমানে বিজিবি বাংলাদেশে ১৬টি সেক্টর ও ৫৯টি ব্যাটলিয়নের অধীনে কাজ করছে। স্বাধীনতা যুদ্ধে বিজিবির দুই সদস্য বীরশ্রেষ্ঠসহ বিভিন্ন পদকে ভূষিত হয়েছেন। মহান মুক্তিযুদ্ধে বিজিবির মধ্যে ৮১৭ জন সদস্য শহীদ হন। বর্তমানে দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করছে বিজিবি।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT