চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ বৃহস্পতিবার সন্ধ্যা ০৬:৪০, ৩০ সেপ্টেম্বর, ২০২১
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার স্বরুপনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পৌণে ১১টার দিকে পৌর এলাকার স্বরপনগরে অবস্থিত জেলা সরকারি শিশু পরিবারের (এতিমখানা) ভেতরে এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন।
নিহত ওই শ্রমিক শহরের পিটিআই বস্তির মৃত তাহের উদ্দিনের ছেলে বাবু (৩৫)।
এ বিষয়ে ট্রাকের শ্রমিক নয়নশুকা গ্রামের শহিদুলের বরাত দিয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এস আই (পরিদর্শক) মো. জালাল উদ্দিন জানান, জেলা সরকারি শিশু পরিবার-এতিমখানার ভেতরে নির্মানাধীন ভবনের সামনে বৃহস্পতিবার সকালে একটি বালু ভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৯১৮৭) থেকে বালু আনলোড করছিলো কয়েকজন শ্রমিক।
পরে আনলোড শেষে ট্রাকটি ওই স্থান থেকে সরাতে গেলে ট্রাকের চাকা বালুতে আটকিয়ে যায়। এ সময় বাবু ট্রাকের চাকার নিকট থেকে বালু সরাতে গেলে চালকের অসাবধানতায় ট্রাকের চাকার নিচে চাপা পড়ে শ্রমিক বাবু। ফলে ততক্ষনাৎ অন্য শ্রমিকেরা চিৎকার শুরু করলে ভয়ে ট্রাকের চালক ও হেলপার ট্রাক ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কর্মরত শ্রমিকরা বাবুকে চাকার নিচ থেকে উদ্ধার করলেও উদ্ধারের আগেই মারা যায় শ্রমিক বাবু।
এদিকে চাঁপাইবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মোজাফফর হোসেন জানান, ঘটনার পরপরই স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত শ্রমিক বাবুর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্ত না করার অনাপত্তির ভিত্তিতে বাবুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে পলাতক চালক ও হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।