ঢাকা (রাত ৪:০৮) সোমবার, ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জেলা ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ র‍্যালি

এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি এস এম সাখাওয়াত জামিল দোলন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি Clock বৃহস্পতিবার রাত ০৯:৪০, ১০ নভেম্বর, ২০২২

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন পাওয়ায় আনন্দ র‌্যালি করেছে জেলা ছাত্র লীগ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্প অর্পন করা হয়।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে জেলার প্রবেশ দ্বার দ্বারিয়াপুর এলাকা থেকে একটি মোটরসাইকেল সহকারে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে অবস্থিত বঙ্গবন্ধু মঞ্চ প্রাঙ্গণে এসে শেষ হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা।

শোভাযাত্রা ও পুষ্পস্তবক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি মো. সাইফ জামান আনন্দ, সাধারণ সম্পাদক আশিকুজ্জামান আশিক, সাবেক সভাপতি নাহিদ সিকদার, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শফিউল ইসলাম সজল, ইউসুফ আলীসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত পথসভায় নেতাকর্মীরা বলেন, আগামীতে জেলা ছাত্রলীগের নতুন কমিটি বিভিন্ন স্কুল কলেজে ছাত্রদের সমস্যা সমাধানে কাজ করবেন এবং নতুন কমিটি মাদকের বিরুদ্ধেও কাজও করবেন বলে অঙ্গীকার করেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT