ঢাকা (বিকাল ৪:১৫) শুক্রবার, ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock মঙ্গলবার রাত ০৯:৩৫, ৩১ আগস্ট, ২০২১

‘করোনাকালে জলবায়ু অর্থায়নে সুশাসন ও অংশীজনের ভূমিকা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সচেতন নাগরিক কমিটি-সনাকের আয়োজনে মঙ্গলবার বিকাল ৫টায় অনলাইন প্লাটফর্ম গুগল মিটের মাধ্যমে এই আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় আলোচনা সভায় সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজার সভাপতিত্বে আলোচক হিসেবে যুক্ত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, কৃষি সম্পসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অমিত কুমার সরকার, বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, সামাজিক বনায়ন জোন চাঁপাইনবাবগঞ্জের সহকারী বন সংরক্ষক মো.মেহেদীজ্জামান, সেভ দ্যা নেচার চাঁপাইনবাবগঞ্জের প্রধান সমন্বয়ক রবিউল হাসান ডলার প্রমুখ।

ভার্চুয়াল আলোচনায় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জ তথা বরেন্দ্র এলাকায় জলবায়ু পরিবর্তনের প্রভাব অনেক বেশি। আর এর উল্লেখযোগ্য প্রভাবগুলো হচ্ছে- পানির স্তর নিচে নেমে যাওয়া, নদীতে পানির স্বল্পতা, অধিক বজ্রপাত, অসময়ে বৃষ্টি বা অতিবৃষ্টি এবং বিভিন্ন এলাকা থেকে কিছু পাখি হারিয়ে যাওয়া। আর তাই জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গৃহীত প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের অঙ্গীকার ব্যক্ত করেন বিভিন্ন কর্তৃপক্ষ।

আলোচনায় স্বাগত বক্তব্য রাখেন সনাকের জলবায়ু অর্থায়নে সুশাসন বিষয়ক উপকমিটির আহবায়ক ড. দীপালী রাণী দাস। বিষয় ভিত্তিক ধারণাপত্র উপস্থাপন করেন, টিআইবির রংপুর ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর কমল কৃষ্ণ সাহা। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন, সনাক সহসভাপতি উম্মে সালমা হ্যাপি।

টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় প্রায় দেড় ঘন্টাব্যাপী ভার্চুয়াল আলোচনায় সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক, টিআইবি কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সহ ৬৫ জন নারী-পুরুষ যুক্ত ছিলেন।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT