ঢাকা (বিকাল ৫:৫৯) রবিবার, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে নেসকোর অবহেলায় একজনের মৃত্যু

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ০৮:২৫, ১০ অক্টোবর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার পিড়াসন মহল্লার চাচোল খোন্দার বিলে নৌকায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎ স্পৃস্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টায় বিলে ঝুলে থাকা বৈদ্যুতিক তারের সাথে নৌকার বৈঠা বেধে পানিতে পড়ে গেলে শর্ট-সার্কিট হয়ে এই দূর্ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত ব্যক্তি উপজেলার রহনপুর পৌরসভার মহাসিনের ছেলে তোজাম্মেল হোসেন (৪৮)।

এ বিষয়ে মৃত তোজাম্মেলের বড় ভাই আলমগীর কবির জানান, আমার ভাই তোজাম্মেল ভোর ৬টায় পিড়াসন মহল্লার চাচোল খোন্দার বিলে মাছ ধরতে যায়। কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে বাড়ি আসতে দেরি হওয়াই আমরা বিলে ও এর আশেপাশে খোঁজ করতে থাকি। এ সময় মাঠের এক রাখাল নেসকোর তারের সাথে নৌকার বৈঠার সংযোগ দেখতে পেলে ধারণা করা হয় যে বিদ্যুতের তারের সাথে বাধা খেয়ে পানিতে পড়ে গেলে শর্ট-সার্কিটে তবেই মারা গেছে সে। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে বিলের পানি থেকে আমার ভাইয়ের মৃতদেহ উদ্ধার করি।

এদিকে এলাকাবাসী অভিযোগ করে বলেন, চাচোল খোন্দার বিলে নেসকোর বৈদ্যুতিক তার ঝুলে থাকায় এর আগেও চারজন শর্ট সার্কিটে আঘাত প্রাপ্ত হয়েছিলেন। কিন্তু তারা প্রাণে বেঁচে যান। আর বারবার অভিযোগ করা সত্তেও বিলের ওপর দিয়ে যাওয়া এই তার এখনো সঠিকভাবে ঠিক করেননি নেসকো। আর তাই দ্রুত যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নেসকো কর্তৃপক্ষকে বিষয়টি দেখার অনুরোধ জানান এলাকাবাসী।

তবে এ বিষয়ে গোমস্তাপুর নেসকোর এক্সচেঞ্জ অফিসার আবদুল হান্নানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিলের ওপর তার ঝুলে থাকার বিষয়ে কোনো প্রকার অভিযোগ এখন পর্যন্ত কেও করেনি। আর তাই এ বিষয়ে আমাদের কিছুই জানা নেই। তবে যত দ্রুত সম্ভব ঘটনাস্থলে একটি টিম পাঠিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT