ঢাকা (দুপুর ১২:৫৬) বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে পারিবারিক জেরে প্রাণ হারালো কিশোরী

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock শনিবার রাত ০৮:৩২, ১২ সেপ্টেম্বর, ২০২০

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পারিবারিক কলহের জেরে কিটনাশক পান করে এক কিশোরী আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত কিশোরী জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার ডাইং পাড়া এলাকার মো. মইদুল ইসলামের কন্যা নার্গিস খাতুন (১৫)।

এ বিষয়ে পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানিয়েছেন, রহনপুর পৌরসভার ডাইং পাড়ার নার্গিস পারিবারিক কলহে জড়িয়ে পড়লে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করে।

এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে প্রথমে গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কিন্তু পরিবারের লোকজন রাজশাহী নেবার প্রস্তুতি নিলে বেলা সাড়ে ১১টায় নিজ বাড়িতেই মারা যায় নার্গিস।

তবে পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

 




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT