ঢাকা (রাত ১:৪০) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে গাঁজার গাছসহ যুবক গ্রেপ্তার 

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock শনিবার রাত ১০:৩৩, ১৭ এপ্রিল, ২০২১

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বিশেষ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নিষিদ্ধ মাদক গাঁজার গাছ জব্দ করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। শনিবার এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৪ কেজি ওজনের ৩টি গাঁজার গাছ সহ এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত যুবক জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের মাধবপুর উত্তরপাড়া গ্রামের সন্ধ্যা রানী ও পরান মন্ডলের ছেলে কমল মন্ডল (২০)।

এ বিষয়ে র‌্যাব-৫ রাজশাহীর উপ পরিচালক এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন, নিজেদের বসতবাড়ীর দক্ষিন পার্শ্বে মাচা দিয়ে ঘেরা ঘাসের জমিতে বিশেষ কায়দায় গাঁজা গাছ চাষের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শুক্রবার দিবাগত গভীর রাত সোয়া ২টায় শনিবার অভিযান পরিচালনা করে।

এ সময় কাঁচা ছোট বড় বিভিন্ন উচ্চতার ৩টি গাঁজার গাছ জব্দসহ কমলকে গ্রেপ্তার করা হয়। গাঁজা গাছগুলির কান্ড, সবুজ পাতা ও ডালপালা সহ ওজন ৪ কেজি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার কমল দীর্ঘদিন যাবৎ গাঁজা চাষ করার কথা স্বীকার করেছে এবং এই বিষয়ে কমলকে নাচোল থানায় সোপর্দ করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT