ঢাকা (রাত ৯:৪৩) শনিবার, ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত কিশোর গ্যাং সদস্য গ্রেফতার

এস এম সাখাওয়াত জামিল দোলন এস এম সাখাওয়াত জামিল দোলন Clock মঙ্গলবার রাত ১০:১০, ৮ আগস্ট, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে কুখ্যাত কিশোর গ্যাং এর এক সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। মঙ্গলবার ভোরে জেলার শিবগঞ্জ উপজেলা থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-৫।

 

গ্রেফতার কিশোর গ্যাং সদস্য জেলার শিবগঞ্জ উপজেলার বাজিতপুর বাহাদুর মোল্লাটোলা এলাকার সুফিয়া বেগম ও রবিউল ইসলামের ছেলে আবু সুফিয়ান সিজু (১৯)।

 

এ বিষয়ে মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গণমাধ্যমে পাওয়া তথ্য ও থানার অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫ জানতে পারে যে,

৭ আগস্ট রাতে একজন ব্যবসায়ী রাজু তার টেলিকম প্রতিষ্ঠান বন্ধ করে বিপুল পরিমাণ টাকাসহ বাড়ি ফেরার পথে কিশোর গ্যাং এর ছিনতাইয়ের শিকার হোন। সে সময় কিশোর গ্যাং এর সদস্য সিজু তার গতিরোধ করে চোখ বেঁধে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে তার হেফাজতে থাকা দেড় লক্ষ টাকা ও মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

 

পরে ক্যাম্পের অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করলে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত গভীর রাত ৩ টায় মঙ্গলবার (৮ আগস্ট) জেলার শিবগঞ্জ উপজেলার চামা বাজার এলাকা থেকে কুখ্যাত কিশোর গ্যাং সদস্য সিজুকে একটি মটরসাইকেলসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার সিজু এ ঘটনায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে জড়িত বাকিদের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় ধৃত আসামীকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকিদের গ্রেফতার করতে র‌্যাবের অভিযান চলমান রয়েছে বলে জানান অধিনায়ক।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT