ঢাকা (রাত ১১:৩১) শনিবার, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Join Bangladesh Navy


চাঁপাইনবাবগঞ্জে করোনা আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু

নিজস্ব প্রতিনিধি নিজস্ব প্রতিনিধি Clock রবিবার রাত ০৯:১৩, ১৯ জুলাই, ২০২০

এই প্রথম চাঁপাইনবাবগঞ্জ জেলায় করোনা আক্রান্ত একজন রোগীর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম আতাউর রহমান (৫৩)। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দাউদপুর রোড এলাকায় বসবাস করতেন। এছাড়াও তিনি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বর্তমানে নেসকো) চাঁপাইনবাবগঞ্জ অফিসের হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী জানিয়েছেন, বিদ্যুৎ ট্রেড ইউনিয়নের নেতা পৌর এলাকার দাউদপুর রোড নিবাসী আতাউর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত ১৮ জুলাই শনিবার তার শরীরে অক্সিজেন কমে গেলে তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হলে আইসিইউতে ভর্তি করা হয়। সেখানেই শনিবার দিবাগত গভীর রাত ১টার দিকে ১৯ জুলাই রবিবার তিনি রাত মারা যান।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা যায়, মৃত ব্যক্তি আতাউরকে গতকাল ১৮ জুলাই সন্ধ্যা সাড়ে ৬ টায় করোনা পজিটিভ নিয়ে (জ্বর ও শ্বাসকষ্টজনিত) রামেক হাসপাতালের করোনা ওয়ার্ডের মাধ্যমে আইসিইউতে ভর্তি করা হয় এবং সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। তার মৃত্যু সনদে মৃত্যুুর কারন হিসেবে acute mi, Hypertension, obesity এবং covid-19 positive  উল্লেখ করা হয়েছে।
তবে সকল স্বাস্থ্যবিধি মেনে কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে মরদেহের দাফন কাফন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT