ঢাকা (রাত ২:৪৫) মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই বোন আহত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার রাত ১০:৩২, ১ ফেব্রুয়ারী, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গণকা বিদিরিপুর এলাকায় ককটেল বিস্ফোরণে দুই বোন গুরুতর আহত হয়েছে। সোমবার বিকাল সোয়া ৫টায় পৌর এলাকার গণকার একটি মাঠে এই ককটেলের বিস্ফোরণ ঘটে।

আহতরা হলো- চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ৩ নং ওয়ার্ড গণকা এলাকার মো.আশরাফুল হক বাবুর মেয়ে মহরমি আক্তার মায়া (১১) এবং মারিয়া (২)।

এ বিষয়ে বিদিরপুর এলাকার ডেকোরেটর ব্যবসায়ী মো. মহিদুল ইসলাম জানান, বিকালে বাড়ির পাশে জইনুদ্দিন মার্কেটের কাছে ফাঁকা মাঠে খেলছিলো গণকা প্রাইমারী স্কুলে পঞ্চম শ্রেণীতে পড়ূয়া মায়া ও তার ছোট বোন দুই বছরের মারিয়া। এ সময় সেখানে একটি লাল রংয়ের বস্তু দেখতে পেয়ে তা নিয়ে তারা খেলা শুরু করে। এরই এক পর্যায়ে বস্তুটি তাদের হাত থেকে পড়ে গেলে তা বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে মারিয়া কম আহত হলেও মায়ার ডান হাতের কব্জি উড়ে গেছে।

এ বিষয়ে সদর থানার এসআই আরিফ জানান, গণকা এলাকায় ককটেলের বিস্ফোরণ ঘটলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ আহতদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়ে কর্তব্যরত চিকিৎসক নাজির আহমেদ জানান, উন্নত চিকিৎসার জন্য শিশুদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।




শেয়ার করুন


পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT