ঢাকা (সন্ধ্যা ৭:৩৯) মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতার সমাপনি ও পুরস্কার বিতরণী অনুষ্টিত

এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ এস এম সাখাওয়াত জামিল দোলন,চাঁপাইনবাবগঞ্জ Clock সোমবার দুপুর ০১:৩৮, ৪ জানুয়ারী, ২০২১

প্রতি বছরের ন্যায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা ইষ্টগেট ফুটবল মাঠে রবিবার বিকেলে এ উপলক্ষে সমাপনী খেলা ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। ঘুঘুডিমা প্রতিভা ক্লাব এই ঘোড়া দৌড় প্রতিযোগীতার আয়োজন করে।

আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন খাতুনের সভাপতিত্বে সন্ধ্যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.তসিকুল ইসলাম তসি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আসজাদুর রহমান মান্নু মিয়া।

বক্তারা বলেন, আধুনিকতার ছোঁয়ায় গ্রাম বাংলার অনেক খেলা হারিয়ে গেলেও ঘোড়া দৌড় প্রতিযোগীতা এখনো টিকে রয়েছে। আর এই খেলা টিকে রয়েছে বলেই জেলার বিভিন্ন এলাকা থেকে শতশত দর্শক এই খেলাকে করেছেন মহিমান্বিত। তবে আর্থিক অনটনের কারণে পূর্বের অনেক প্রতিযোগী যারা ঠিক মতো তাদের ঘোড়াগুলোকে পরিচর্যা করতে পারেননি তারা হারিয়ে গেছেন। আর যারা টিকে রয়েছেন তারাও অনেক সংগ্রাম করে টিকে রয়েছেন। আর তাই ঘোড়াগুলোকে সঠিকভাবে পরিচর্যার জন্য ও এই খেলা টিকিয়ে রাখতে এই খেলার সাথে সংশ্লিষ্টদের স্বল্প সুদে সহজ শর্তে ব্যাংক ঋণ প্রদাণের আহবান জানান বক্তারা।

প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যাণ্যের মধ্যে সদর উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. তাসেম আলী, গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আরাফুল ইসলাম আজিজি, সমাজ সেবক রবিউল ইসলাম টিপু, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আক্কাস আলী, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ ও বগুড়া জেলার মোট ৪৪টি ঘোড়া দুই বিভাগে অংশ নেয়। পরে প্রতিযোগিতায় বগুড়ার জলিল প্রথম, নওগাঁর সিজার দ্বিতীয় ও মান্নান তৃতীয় স্থান অর্জণ করলে তাদেরও পুরস্কৃত করা হয়। খেলা দেখতে দিনব্যাপী দর্শনার্থীদের উপচে পড়া ভিড় ছিল।




শেয়ার করুন

GloboTroop Icon
পাঠকের মতামত

মেঘনা নিউজ-এ যোগ দিন

Meghna Roktoseba




এক ক্লিকে জেনে নিন বিভাগীয় খবর



© মেঘনা নিউজ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed by ShafTech-IT